শিশু: 9 মাস বয়েস

Studio Memoir for BabyCenter

তোমার বাচ্চা তোমায় নকল করতে পারে

তোমার বাচ্চা এখন তার চারপাশটার সঙ্গে পরিচিত এবং ও চেনাজানা জিনিস পছন্দ করে। এই বয়েসে, ও হয়তো একটু গায়ে ল্যাপটানো স্বভাবের হতে পারে এবং ওকে ভোলাতে হয়। ওর নিজের কম্বল বা পছন্দের খেলনা সঙ্গে রাখতে পারলে ও হয়তো শান্ত থাকে, যাতে ওর মনে হয় যে বাইরে বেরোলেও বাড়ির একটা টুকরো ওর সঙ্গেই রয়েছে। শোরগোল আর অচেনা লোকজনের থেকে দূরে চুপচাপ থাকতে পারলেও ওর মানিয়ে নিতে সুবিধা হবে।

এতদিনে তোমার বাচ্চা মনে রাখতে শিখেছে, যেমন ওর খেলনাপাতি কোথায় থাকে। দু সপ্তাহ আগে দেখা কোন কাজও ও নকল করতে পারে। কিন্তু তবুও, ও সব কিছু মনে রাখতে পারে না। দু থেকে তিন বছরের আগে তোমার বাচ্চার দীর্ঘমেয়াদী স্মৃতি তৈরি না-ও হতে পারে।

তোমার বাচ্চার আধো আধো শব্দগুলো এখন সত্যিকারের কথার মত শোনাতে আরম্ভ করতে পারে। তোমার বাচ্চা ভাবছে যে ও কিছু বলছে, কাজেই সেই ভাবেই ওর কথায় সাড়া দাও! ওর সঙ্গে তোমার কথা বলা আর ওর দিকে তাকানো থেকে ও কথাবার্তা আর মুখের ভাবভঙ্গি শিখবে।

তোমার বাচ্চা এখনও তোমার কথার চেয়ে তোমার স্বরের ওঠানামা থেকেই বেশি বোঝে। ও জানে কখন ও তোমায় খুশি করেছে, তাই তখন খুব করে প্রশংসা করো।

তোমার বাচ্চার স্বভাব এখন পুরোপুরি ফুটে উঠছে। ও হয়তো খুব মিশুকে হতে পারে, যাকে দেখে তার দিকেই তাকিয়ে হাসে অথবা খুব লাজুক, মুখ ঢেকে ফেলে। তোমার বাচ্চা এখন তোমার নজর কাড়তে জানে, আর তোমাকে দরজার দিকে যেতে দেখলে হয়তো হাত নাড়িয়ে বিদায় জানাতে পারে।

আমার শিশুর পেটের গোলমাল হয়েছে

যদি আপনার শিশুর পেটের গোলমাল হয় তাহলে ওর শরীর থেকে যে তরল বার হয়ে যাচ্ছে তার অভাবপূরণ করা দরকার, তা না হলে ওর শরীরে জলাভাব হবে৷ অর্থাৎ ওর শরীরে যথেষ্ট জল অবশিষ্ট নেই৷ ওকে বার বার বুকের দুধ খেতে দিন এবং যতবার চাইবে ততবার ওকে খাওয়ান৷

যদি ওর বয়স 6 মাসের কম হয়, ওর জলের প্রয়োজন নেই৷ বুকের দুধ ওর সব প্রয়োজন পূরণ করবে৷ তবে ওকে আরো বেশি করে বুকের দুধ খেতে দিন৷ ওর হয়ত একবারে খাওয়ার শক্তি থাকে না, তাই আরো বেশি করে ওকে খাওয়ানো দরকার৷

যদি ওর বয়স 6 মাসের বেশি হয়, বুকের দুধ খাওয়ানো ছাড়াও মাঝেমধ্যে ওকে অল্প অল্প করে চুমুক দিয়ে পরিষ্কার, সুরক্ষিত (ফুটিয়ে ঠান্ডা করা) জল খাইয়ে দিন৷ সম্ভব হলে, ওকে প্রতি ঘন্টায় কয়েক বার চুমুক দিয়ে ওরাল রিহাইড্রেশন সলিউশন (ওআরএস) খাওয়ানোর চেষ্টা করুন৷ ওআরএস এক প্রকারের পাউডার, যা এক লিটার পরিষ্কার, ফুটিয়ে ঠান্ডা করা জলে গুলে নিতে হয়৷ আপনি এটা তৈরী করে রেখে দিতে পারেন এবং 8-12 ঘন্টার মধ্যে ব্যবহার করে নিতে পারেন৷ প্রত্যেকবার পাতলা পায়খানার পরে আপনার শিশুকে 15-20 চা-চামচ ওআরএস খাইয়ে দিন৷ আধ ঘন্টার ব্যবধানে মুখে চা-চামচ ধরুন৷ যদি আপনার শিশু ওআরএস না খেতে চায়, তাহলে আপনি নুন চিনি দিয়ে লেবুর জল, ডাল বা ভাতের মাড়, ডাবের জল বা নোনতা ঘোল দিতে পারেন৷

ওকে ফলের রস, কোলা বা চিনিসহ পানীয় দেবেন না৷ এতে পেটের গোলমাল বেড়ে যেতে পারে৷

যত শীঘ্র সম্ভব আপনার শিশুকে ডাক্তারের কাছে নিয়ে যান যদি:
  • 1 দিনের বেশি ওর পেটের গোলমাল থাকে
  • ওর ত্বক বা ঠোঁট শুকিয়ে যায়
  • ওর প্রস্রাবের রং গাঢ় হলুদ দেখায় ও কম ঘন ঘন প্রস্রাব হয়
  • ওর ব্রক্ষ্মতালু ভিতরদিকে ঢুকে যায়
  • ও কোনো পানীয় খেতে না চায়, পায়খানার সঙ্গে রক্ত পড়ে বা পেট ফুলে যায়
  • এক দিনের বেশি সময় ধরে বমি হয়, বা এক দিনের বেশি জ্বর থাকে



Track your baby’s development

Join now to receive free weekly newsletters tracking your baby’s development and yours throughout your pregnancy.
Trying to conceive?