News Feed

RECENT ACTIVITY
Monir Akbur
#চারিদিকে মৃত্যুর এতো আহাজারি,,,
তারপরেও সুস্থ ভাবে বেঁচে আছি,,
শুকরিয়া জানাই আল্লাহ্‌র দরবারে
আলহামদুলিল্লাহ
OLDER
MD Mir Hossain

প্রঃপবিত্র কুরআনে মোট সূরা কতটি?
উঃ১১৪ টি।
প্রঃ পবিত্র কুরআনেরর প্রথম সূরার নাম কি?
উঃ ফাতিহা।
প্রঃ পবিত্র কুরআনে সবচেয়ে বড় সূরা কোনটি?...
উঃ সূরা বাকারা।
প্রঃ পবিত্র কুরআনে সবচেয়ে ছোট সূরা কোনটি?
উঃ সূরা কাওছার।
প্রঃ পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি এবং কোন সূরায়?
উঃ সূরা বাকারার ২৮২নংআয়াত।
প্রঃ পবিত্র কুরআনেরর মধ্যে সবচেয়ে ফযিলত পূর্ণ আয়াত কোনটি?
উঃ আয়াতুল কুরশী।
প্রঃফরয নামাযের পর কোন আয়াতটি পাঠ করলে, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোন বাধা থাকে না?
উঃ আয়াতুল কুরশী।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি পাঠ করলে, কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়?
উঃ সূরা মূলক(প্রতি রাতে পাঠ করলে)
প্র:কোন সুরা কিয়ামতে পাঠকারীর জন্য সুপারিশ করবে?
উ:সুরা মুলক
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের এক তৃতীয়াংশের সমান?
উঃ সূরা ইখলাস।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রতি ভালবাসা থাকলে, মানুষকে জান্নাতে নিয়ে যাবে?
উঃ সূরা ইখলাস।
প্র:কোন সূরা ১০ বার পাঠ করলে জান্নাতে পাঠকারীর জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মিত হয়?
উ:সুরা ইখলাস
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের চতুর্থাংশের সমপরিমাণ?
উঃ সূরা কাফিরূন।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি জুমআর দিন বিশেষ ভাবে পাঠ করা মুস্তাহাব?
উঃ সূরা কাহাফ।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রথমাংশ তিলাওয়াত কারীকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে?
উঃ সূরা কাহাফের প্রথম দশটি আয়াত।
প্রঃ পবিত্র কুরআনের কোন দু'টি সূরা জুমআর দিন ফজরের নামাযে তিলাওয়াত করা সুন্নত?
উঃ সূরা সাজদা ও দাহর।
প্রঃ পবিত্র কুরআনের কোন দু'টি সূরা জুমআর নামাযে তিলাওয়াত করা সুন্নত?
উঃ সূরা আ'লা ও গাশিয়া।
প্রঃ পবিত্র কুরআনে কত বছরে নাযিল হয়?
উঃ তেইশ বছরে।
প্রঃ "মুহাম্মদ " সাঃ এর নামটি পবিত্র কুরআনে কত স্থানে উল্লেখ হয়েছে?
উঃ চার স্থানে। ১/সূরা আল ইমরান।(১১৪নংআয়াত) ২/সূরা আহযাব।(৪০নংআয়াত) ৩/সূরা মুহাম্মদ। ২নংআয়াত) ৪/ সূরা ফাতাহ্। (২৯নংআয়াত)।
প্রঃ পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন আয়াত নাযিল হয়?
উঃ সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত।
প্রঃ পবিত্র কুরআনের কোন আয়াতটি সর্বশেষ নাযিল হয়?
উঃ আল্লাহ তা'আলা বলেন- ﻭﺍﺗﻘﻮﺍ ﻳﻮﻣﺎً ﺗﺮﺟﻌﻮﻥ ﻓﻴﻪ ﺇ ﻟﻲ ﺍﻟﻠﻪ ﺛﻢ ﺗﻮﻓﻲ ﻛﻞ ﻧﻔﺲ ﻣﺎﻛﺴﺒﺖ ﻭﻫﻢ ﻻ ﻳﻄﻠﻤﻮﻥ সূরা বাকারার ২৮১ নংআয়াত। ইবনু আবী হাতেম সাঈদ বিন জুবাইর রাঃ থেকে বণর্না করেন যে, এই আয়াত নাযিল হওয়ার পর নবী কারীম সাঃ নয় দিন জীবিত ছিলেন। (আল ইতক্বান ফি উলূমিল কুরআন)।
প্রঃ পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণরূপে নাযিল হয়? উঃ সূরা ফাতিহা।
প্রঃ পবিত্র কুরআন প্রথম যুগে কি ভাবে সংরক্ষিত ছিল?
উঃ সাহাবায়ে
প্রঃ পবিত্র কোরআনের সৌন্দর্য হলো -
উঃ সূরা আর রাহমান।......

See More
Hafiz Mahdi Masud

করোনা ভাইরাসে আক্রান্ত ৯ বছরের শিশু লিমা! সিলেটের জকিগঞ্জ উপজেলার কলাকুটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মোছা:লিমা জান্নাত (কোভিড-১৯) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে আছে, মহান আল্লাহ পাক যেনো এই শিশু বাচ্চাটি সহ, সকল করোনা রোগীকে সুস্থতা দান করুন, আমীন।

Abdullah Al Mamun

তিনবার (সূরা ইখলাস পাঠ) = এক বার কোরআন পাঠ করার সমান।

চার বার (সূরা কাফিরুন পাঠ) = এক খতম কোরআন পাঠ করার সমান।

ফরয নামাজের পর (আয়াতুল কুরসি পাঠ) = মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর কোন বাধা থাকে না।

...

ঘুমানোর সময় (আয়াতুল কুরসি পাঠ) করলে = একজন ফেরেশতা সারারাত পাহারা দিবে।

ঘুমানোর সময় (সূরা কাফিরুন পাঠ) করা = শির্ক থেকে মুক্তকারী।

রাতে (সূরা মূলক পাঠ) = কবরের আযাব থেকে মুক্তি।

(জামাতে নামাজ আদায়) = ২৫/২৭ গুন বেশি সওয়াব।

(রমজান মাসের উমরা) = হজ্বের সমতুল্য!

(জানাযার নামাজ আদায় করা) = ১ কীরাত সওয়াব (১ কীরাত হল উহুদ পাহাড়ের সমান)

(জানাযার নামাজ আদায় করা) + দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত থাকা = ২ কীরাত সওয়াব!

(উযূ করে নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা করা) = প্রতি কদমের বিনিময়ে একটি গুনাহ মাফ ও একটি মর্যাদা বৃদ্ধি।

(সূত্র : বুখারী ৬৪৮,৭৯৯,৫০১৫।
: আবু দাউদ ৫০৫৫।
: তিরমিযী ৯৩৯,২৮৯৩)

আল্লাহ_তায়ালা_আমাদের_সকলকে_আমল_করার তৌফিক দান করুন।
আমিন।

See More

দোয়ার দরখাস্ত রইলো সবার কাছে।
করোনায় আক্রান্ত র‍্যাবের আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও তার স্ত্রী। আল্লাহ প্রিয় মানুষ গুলোকে সুস্থতা দান করুন।
আল্লাহ যেন আমাদের সবাইকে এই মহামারী করোনাভাইরাস থেকে রক্ষা করে আমিন।

Image may contain: 3 people, people standing
Sheikh Muhammad Jumman

একটা মানুষের মনে কতটুকু দেশ প্রেম থাকলে সে মানুষ নিজের টাকায় বিমান ভাড়া দিয়ে নিজের জীবনের উপেক্ষা না
করে আমেরিকা থেকে দেশে চলে আসে
করোনা রুগীদের চিকিৎসা করতে..
#ডঃ_ফেরদৌস আমরা লজ্জিত !
আপনার ভালোবাসার প্রতিদান এই হতভাগা জাতি কখনোও দিতে পারবেনা.

...

যে দেশে গুনীজনদের কদর আছে সেদেশে চলে যান। সম্মান এবং পারিশ্রমিক দুটোই পাবেন।

See More
দেখি শয়তানের কত টুকু ক্ষমতা আপনাকে বাধা দেয়ার ।
আমার সাথে লেখুন।
আল্লাহু আকবার