ওয়ার্ডপ্রেস বাংলা অনুবাদে এখনো অনেক পিছিয়ে আছে। এখন পর্যন্ত ৭৬% ৮৬% স্ট্রিং বাংলায় অনুবাদ করা হয়েছে। কাজটিকে ত্বরান্বিত করতে আপনিও অবদান রাখতে পারেন ট্রান্সলেশন প্রজেক্টে। কিভাবে অনুবাদ করবেন? মূল লেখা পাবেন এখানে।
কিভাবে অংশগ্রহণ করবেন?
GlotPress সাইটে যান এবং আপনার WordPress.org সাইটের ইউজার লগিন দিয়ে লগিন করুন। আপনার যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে রেজিস্ট্রেশন করে নিন।
GlotPress সাইটে থেকে একটি প্রজেক্ট এবং ভাষা নির্বাচন করুন। এরপর আপনি Original String এবং Translation এর একটি তালিকা দেখবেন। যেগুলো ইতোমধ্যে অনুবাদ করা হয় নি, সেগুলি অনুবাদ করা শুরু করে দিন। কোন লেখার উপর ডাবল-ক্লিক করলে অনুবাদ লেখার অপশন আসবে এবং সেখানে আপনি অনুবাদ করা টেক্সট লিখতে পারবেন। অনুবাদ করা অংশগুলি এক বা একাধিক প্রশাসক দেখে পর্যালোচনা করার পর অনুমোদন করবেন।