Select Page

২০১৭ সালে আলোচনা তুলবে যে ছবি

২০১৭ সালে আলোচনা তুলবে যে ছবি

মাত্র কয়েকটি সিনেমা দর্শক মনোযোগ কেড়েছে ২০১৬ সালে। তবে স্পষ্ট হয়ে গেছে গল্প ও নির্মাণ শৈলিকে গুরুত্ব দেন দর্শক। তারকা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলেও গল্প ও নির্মাণের শর্ত পূরণ না হলে তারা সাড়া দিচ্ছেন না।

চলতি বছরে মূলধারা ও অফট্র্যাকের বেশ কয়েকটি সিনেমা আলোচনায় আসতে পারে। গল্প, নির্মাতা, দর্শক আগ্রহ ও তারকার ভিত্তিতে একটি তালিকা করা হলো। তবে কোনোভাবে এটি চূড়ান্তভাবে মান যাচাইকারক তালিকা নয়। এতে স্থান পাওয়া সিনেমাগুলোর শুটিং ২০১৬ সাল বা এর আগে থেকে শুরু হয়ে আলোচনায় আছে। এসব ছবির মধ্যে বেশ ক’টির টিজার বা গান ইতিমধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে।

ডুব

নির্মাণ শুরু থেকেই ডুব সিনেমাটি আলোচনায় আছে। একে তো মোস্তফা সরয়ার ফারুকীর নির্মাণ, তার উপর প্রধান চরিত্রে আছেন বলিউডের ইরফান খান— তিনি আবার সহপ্রযোজকও। তবে বছরের শেষদিকে কলকাতার আনন্দবাজার পত্রিকা জানায়, ছবিটি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনী নিয়ে নির্মিত। এ নিয়ে শুরু হয় বিতর্ক। তবে পরিচালকের দাবি— কারো জীবনী নিয়ে সিনেমাটি তৈরি করেননি। আরো অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, কলকাতার পার্নো মিত্রসহ অনেকেই।

নবাব

শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার ‘শিকারি’ নিয়ে জমজমাট আলোচনার পর ‘নবাব’কে নিয়েও প্রত্যাশা থাকবে তা স্বাভাবিক। এ সিনেমায়ও নতুন লুক নিয়েছেন শাকিব। আর প্রথমবারের মতো তার বিপরীতে আছেন কলকাতার শুভশ্রী গাঙ্গুলী। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের আবদুল আজিজ ও কলকাতার জয়দেব মুখার্জি।

স্বপ্নজাল

মনপুরা’ মুক্তির প্রায় ৭ বছর পর দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণ করছেন গিয়াসউদ্দিন সেলিম, নাম স্বপ্নজাল। চমক হিসেবে রেখেছেন পরী মনিকে। সঙ্গে আছেন নবাগত ইয়াশ রোহান। এরই মধ্যে দেশের চাঁদপুর ও ভারতের কলকাতায় বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে। এ বছরই অক্টোবর নাগাদ দর্শক দেখতে পারবেন ‘স্বপ্নজাল’।

ঢাকা অ্যাটাক

বেশ আগেই শুরু হয়ে আলোচনায় আছে হাইভোল্টেজ পুলিশি অ্যাকশনের থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’। নির্মাণ করছেন দীপঙ্কর দীপন। বাজেট, গল্প ও অভিনয়শিল্পীদের দক্ষতা, সব মিলিয়ে বছরের অন্য রকম একটা ছবি হতে যাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’। সিনেমাটিতে অভিনয় করছেন আরিফিন শুভমাহিয়া মাহি। টিজার প্রকাশের পর থেকে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আসে সিনেমাটি। মার্চে ছবিটি মুক্তি দেয়া হবে।

ভয়ংকর সুন্দর

জিরো ডিগ্রি’ ছিল অনিমেষ আইচের প্রথম ছবি। মিশ্র প্রতিক্রিয়া পাওয়া সিনেমাটির বক্স অফিস ফলাফল ভালো নয়। ২০১৫ সালে তিনি হাত দিয়েছিলেন দ্বিতীয় ছবির। কথাসাহিত্যিক মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক’ অবলম্বনে নির্মাণ করেছেন ‘ভয়ংকর সুন্দর’। ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ছবিটি। অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, বাংলাদেশের ভাবনা, সৈয়দ হাসান ইমাম, ফারহানা মিঠু প্রমুখ।

ভুবন মাঝি

সরকারি অনুদানে নির্মিত হয়েছে ফাখরুল আরেফিন পরিচালিত ‘ভুবন মাঝি’। অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও বাংলাদেশের অর্পণা ঘোষ। ১৯৭০ সাল থেকে ২০১৩ সালের কিছু সত্য ঘটনার ওপর ভিত্তি করে ছবির গল্প সাজানো হয়েছে। বর্তমানে চলছে প্রচারণা। মার্চের দিকে ছবিটি মুক্তি দেওয়া হতে পারে।

অন্তর জ্বালা

বেশ কয়েক বছর নির্মাণে নেই মালেক আফসারী। এবার ফিরছেন ‘অন্তর জ্বালা’ নিয়ে। অভিনয় করেছেন জায়েদ খানপরী মনি। প্রয়াত নায়ক মান্নার এক ভক্তকে কেন্দ্র করে ‘অন্তর জ্বালা’ ছবির গল্প রচিত হয়েছে। আউটডোর শুটিং-এ সিনেমাটি ইতোমধ্যে রেকর্ড গড়েছে। আরো অভিনয় করেছেন রেহানা জলি, মিজু আহমেদ, মিঠু প্রমুখ।

আলগা নোঙর

ওয়াহিদ তারেকের প্রথম সিনেমা ‘আলগা নোঙর’। অভিনয় করেছেন নওশাবা। মাস কয়েক আগে ফাঁস হওয়া টিজার বলছে— আলোচনা তুলবে সিনেমাটি। চট্টগ্রামের দুর্গম স্থানে টানা প্রায় দুই মাস চলেছে শুটিং। সেই কষ্টের ইতিবাচক প্রতিফলন ঘটবে এ চলচ্চিত্রে, এমনটাই আশা করছেন সবাই। মুক্তি পাবে বছরের মাঝামাঝিতে।

অারো পড়ুন:   বাপ্পী আঁচলের সুলতানা বিবিয়ানা

হালদা

আগের বছর ‘অজ্ঞাতনামা’ দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন নির্মাতা তৌকীর আহমেদ। ওই ছবির মুক্তির পরপরই শুরু করেছিলেন ‘হালদা’। চট্টগ্রামের বিখ্যাত হালদা নদী ও তীরবর্তী জনপদের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। অভিনয় করছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, তিশাসহ অনেকেই।

পেয়ারার সুবাস

সরকারি অনুদানে নুরুল আলম আতিক শুরু করেছিলেন ‘লাল মোরগের ঝুঁটি’। ওই সিনেমা শেষ না করেই শুরু করলেন ‘পেয়ারার সুবাস’। ঢাকার আশপাশে ও সিরাজগঞ্জের বিভিন্ন জায়গায় চলছে ছবিটির শুটিং। মূল চরিত্রে আছেন জয়া আহসানতারিক আনাম খান। ‘লাল মোরগের ঝুঁটি’তেও আছেন জয়া।

খাঁচা

খাঁচা‘ নামের সরকারি অনুদানের সিনেমাটি নির্মাণ করেছেন ‘ঘাসফুল’-খ্যাত আকরাম খান। অভিনয় করেছেন জয়া আহসান। হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে নির্মিত সিনেমাটিতে দেখা যাবে ১৯৪৭ সালের ব্রিটিশ ভারত ভাগের কাহিনী। বেশ আগেই সিনেমাটির নির্মাণ শেষ হয়েছে।

বিজলি

ইফতেখার চৌধুরী পরিচালিত বিজলি সিনেমাটি নানা কারণে আলোচনায় আছে। পরিচালকের দাবি— এটি প্রথম দেশি সুপারহিরোইনের সিনেমা। এর মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজনায় নেমেছেন চিত্রনায়িকা ববি। নায়িকাও তিনি। তার সঙ্গে কলকাতার রণবীর ও শতাব্দী রায় অভিনয় করছেন। শুটিং হয়েছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও আইসল্যান্ডে।

অপারেশন অগ্নিপথ

মুসাফির’ দিয়ে আলোচনায় থাকা আশিকুর রহমান পরিচালিত ‘অপারেশন অগ্নিপথ’-এ অভিনয় করছেন শাকিব খান। প্রথম লটের শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। থ্রিলার গল্প আর শাকিবের নতুন লুক সবকিছু মিলে জমজমাট কিছু অপেক্ষা করছে দর্শকদের জন্য। বাকি শুটিং হবে ঢাকা ও নেপালে। আরো অভিনয় করছেন শিবা আলী খান, মিশা স্ওদাগরটাইগার রবি

ভালো থেকো

দারুণ ফর্মে থাকা নন্দিত নির্মাতা জাকির হোসেন রাজু নির্মাণ করছেন ‘ভালো থেকো’। এতে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন আরিফিন শুভতানহা তাসনিয়া। আরো আছেন  কাজী হায়াৎ ও আমজাদ হোসেন

প্রেমী ও প্রেমী

প্রেমী ও প্রেমী সিনেমার পরিচালকও জাকির হোসেন রাজু। প্রথমবারের মতো জুটি হয়েছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। ১০ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষ্যে সিনেমাটি মুক্তি পাবে। ইতোমধ্যে প্রকাশিত গান ও টিজার দর্শক পছন্দ করেছে।

সুলতানা বিবিয়ানা

দুই বছর ধরে আলোচনায় আছে হিমেল আশরাফ পরিচালিত প্রথম সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’। কাহিনী লিখেছিলেন প্রয়াত নাট্যকার ফারুক হোসেন। ইতোমধ্যে প্রকাশিত টিজার দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। অভিনয় করেছেন বাপ্পী, আঁচল, মামুনুর রশীদ, মিশা সওদাগর প্রমুখ।

হারজিৎ

রানআউট’র পর হারজিৎ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন টিভির জনপ্রিয় মুখ সজল। তার বিপরীতে আছেন মাহি। আরো আছেন মৌসুমী ও ওমর সানি। পরিচালনা করছেন বদিউল আলম খোকন। সব মিলিয়ে দারুণ আলোচনায় আছে ‘হারজিৎ’।

আরো

চন্দ্রাবতী (এন রাশেদ চৌধুরী),  অপদার্থ (আবু শাহেদ ইমন), আদি, স্বপ্নবাড়ি (তানিম রহমান অংশু),  চল পালাই (দেবাশীষ বিশ্বাস), সত্তা (হাসিবুর রেজা কল্লোল), আলফা (নাসিরউদ্দীন ইউসুফ), মৃত্যুপুরী (জায়েদ রেজওয়ান), তুমি যে আমার (মুহাম্মদ মোস্তফা কামাল রাজ), ধ্যাততেরিকি (শামীম আহমেদ রনি), পাষাণ (সৈকত নাসির), মেঘলা (ডিপজলের মেয়ে ওলিজা) ও রিনা ব্রাউন (শামীম আখতার)।


Leave a reply

ই-বুক ডাউনলোড করুন

সাপ্তাহিক জরিপ

ঈদে মুক্তিপ্রাপ্ত কোন ছবিটি সবচেয়ে বেশি ভালো লেগেছে?

রাজনীতি
নবাব
বস টু

surveymaker

Shares