Library

WCH E0: Introduction to the Working Class History podcast

WCH logo black

A short introduction to the WCH podcast and what we're about.

Working Class History podcast

WCH logo

Archive of the Working Class History podcast. History isn't made by kings and politicians, it's made by all of us. This podcast is about how we, together, have fought for a better world.

Ettore Cinnella - The tragedy of the Russian Revolution: promise and default of the Left Socialist Revolutionaries in 1918.

Left SR leader Maria Spiridonova (center, wearing glasses).

The unpublished minutes of the three congresses held by the Left Socialist Revolutionaries (PLSR) in 1918 are the main source of this article. Its starting point is the crisis the old Socialist Revolutionary Party (PSR) suffered during the fall of 1917 and the rise of the Left SRs.

Black Flag vol 04 #12 (Dec 1976)

Cover

A complete scanned PDF of the-then newspaper of the Anarchist Black Cross, from December 1976.

সংগঠন এবং এনার্কিজম বা নিরাজবাদ

যারা কর্তৃত্ববাদি দল করেন বা দল থেকে আসেন তাঁদের এটা ভাবতেই কষ্ট হয় যে ‘কোন রকম’ সরকার ছাড়া চলবে কেমন করে ! তাঁরা তখনই চিন্তা করতে থাকে থাকেন আর সিদ্বান্ত নিয়ে বসেন, ‘নিরাজবাদ বা এনার্কিজম কোন সংগঠনে বিশ্বাসী নয়’। কিন্তু সরকার মানেই হল কিছু লোক, আর সংগঠন হল একটি বিষয়। এক ধরনের বিশ্বাস প্রচলিত আছে যে, বিরোধীরা ‘ নিজেদের সংস্থা গড়তে না পেরে অন্যদের সংগঠন ভেঙ্গে ফেলা হয়’, এই ধরনের চিন্তা ধারা প্রায়স বিপদজনক হয়ে উঠে, দলের চেয়ে পদসোপানের গুরুত্ব প্রবল হয়ে উঠে, ফলে মানুষের ব্যাক্তিগত স্বাধীনতাকে হত্যা করা হয়।

Black Flag 217

Cover

Issue of the London-based anarchist magazine Black Flag from the 1990s.

শ্রেণী সংগ্রাম

নিরাজবাদিরা বলেন, ১৯১৪ সালের আগে থেকেই নানা ভাবে বিজয় অর্জন করে এসেছে, দরিদ্র কৃষক এবং কারিগর শ্রেনী ও বিপ্লবে ভূমিকা রাখতে পারেন, তবে নিরাজাদ সম্পর্কে শিল্প শ্রমিকদের চেয়ে তাঁদের মধ্যে কম প্রচার হয়েছে।

Authority magazine

cover of Authority issue 2

Late 70s London-based communist magazine which attempted to satirise the anarchist/communist milieu of the day- with mixed results.

Lamberet, Renée (1901-1980)

Renée Lamberet

A short biography of French anarchist militant and historian Renée Lamberet