বলিউড অভিনেত্রীদের কাছে মাতৃত্ব এখন আর লুকোছাপার বিষয় নয়। ফোটোশ্যুট, র্যাম্পে হাঁটা, ছবির প্রচার, সর্বত্রই বেবি বাম্পস দেখাতে স্বচ্ছন্দ করিনা কপূর থেকে এষা দেওল। পাশাপাশি সন্তান দত্তক নেওয়ার মতো সাহসী পদক্ষেপও করেছেন অনেকেই। সুস্মিতা সেন থেকে সানি লিওনি, সকলেই স্বেচ্ছায় দত্তক সন্তানের গুরুদায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। এবং নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালনও করছেন।