২০২২ শীতকালীন অলিম্পিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
XXIV Olympic Winter Games
নিমন্ত্রাতা শহর ,
নীতিবাক্য A pure passion for ice and snow.
চীনা: 纯洁的冰雪 激情的约会
অংশগ্রহণকারী দেশ 90 (estimated)

টেমপ্লেট:২০২২ শীতকালীন অলিম্পিক

২০২২ শীতকালীন অলিম্পিক, যা অফিসিয়ালিভাবে ২৪তম শীতকালীন অলিম্পিক গেমস এবং সাধারণভাবে বেইজিং ২০২২ নামে পরিচিত, একটি আন্তর্জাতিক বহু ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি ৪ - ২০ ফেব্রুয়ারি ২০২২ সালে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।[১] এটি পিয়ংচ্যাঙ ২০১৮টোকিও ২০২০ এর পরে এশিয়ায় পরপর অনুষ্ঠিত তৃতীয় অলিম্পিক গেমস২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিক এ শহরেই অনুষ্ঠিত হয়, তাই বেইজিং একমাত্র শহর যে গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক গেমস উভয়ের স্বাগতিক হতে পেরেছে। একইসাথে বেইজিং শীতকালীন অলিম্পিকের স্বাগতিক শহরগুলোর মধ্যে বৃহত্তম শহর, পূর্ববর্তী ২০১০ শীতকালীন অলিম্পিকের স্বাগতিক কানাডার ভ্যানকুভার চেয়েও।

২০২২ শীতকালীন গেমস চীনে আয়োজিত প্রথম শীতকালীন অলিম্পিক গেমস এবং ১৯৮৪ সালের পর সমাজতান্ত্রিক রাষ্ট্রে অনুষ্ঠিত প্রথম গেমস। এর বাজেট নির্ধারণ করা হয়েছে ৩.৯ বিলিয়ন ডলার, যা ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের বাজেট ৪৩ বিলিয়ন ডলারের ১০ ভাগের ১ ভাগেরও কম।[২]

নিলাম[সম্পাদনা]

মাঠ[সম্পাদনা]

বেইজিং ক্লাস্টার[সম্পাদনা]

অলিম্পিক গ্রীন মাঠসমূহ
অন্যান্য মাঠ

ক্রীড়াসমূহ[সম্পাদনা]

২০২২ শীতকালীন অলিম্পিকের জন্য ১৫ ক্রীড়া নির্ধারিত হয়েছে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Beijing to host 2022 Winter Olympics and Paralympics"BBC Sport (ইংরেজি ভাষায়)। সংগৃহীত ৩১ জুলাই ২০১৫ 
  2. "Beijing won't have a big budget for the 2022 Winter Olympics"CNNMoney (ইংরেজি ভাষায়)। 

বহিঃসংযোগ[সম্পাদনা]