সোমবার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সোমবার সপ্তাহের একটি দিন। এটি রবিবারমঙ্গলবারের মধ্যবর্তী দিন। খ্রিষ্টান মতে সোমবার সপ্তাহের প্রথম দিন। একাধিক রাষ্ট্রে এই দিনটি সপ্তাহের প্রথম দিন হিসেবে গণ্য হয়। তবে পশ্চিমবঙ্গবাংলাদেশে সোমবার যথাক্রমে সপ্তাহের দ্বিতীয় ও তৃতীয় দিন হিসেবে পরিগণিত হয়। হিন্দুধর্ম অনুসারে সোমবার হলো পরমেশ্বর ভগবান শিবশম্ভুর প্রিয় বার। অধিকাংশ শৈব হিন্দুরা সোমবারে হর ( অর্থাৎ শিব) প্রিয় ব্রত পালন করেন। শ্রাবণ মাসের প্রতি সোমবার শৈবদের কাছে অতন্ত গুরুত্বপূর্ণ। শৈব হিন্দুরা শ্রাবণ মাসের প্রতি সোমবার কে মহা শ্রাবণ সোমবার বলে অভিহিত করেন।

জ্যোতির্বিদ্যায়[সম্পাদনা]

জ্যোতির্বিদ্যা চর্চায় সোমাবার চন্দ্র (চাঁদ)-এর সাথে সংযুক্ত হিসাবে বিবেচনা করা হয় এবং এর জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন হচ্ছে 'কর্কট'; আর এটি প্রদর্শণ করা হয় প্রতীক দ্বারা।

তথ্যসূত্র[সম্পাদনা]