মেলাল, পুলিশ মেলাল! বাড়ির রাঙা চোখ, জাতপাতের ধুয়ো ফুৎকারে উড়িয়ে মধুরেণ সমাপয়েৎ হল। চার হাত এক হয়ে গেল করিমপুরের যুগলের। সৌজন্যে, হোগলবেড়িয়া থানার পুলিশ। মঙ্গলবার রাতে থানা থেকে মানিক দাস ও অনন্যা প্রামাণিককে নিয়ে যাওয়া হয় তাঁদের এক আত্মীয়ের বাড়িতে। সেখানেই একজন ম্যারেজ রেজিস্ট্রার ও পুরুত ডেকে শুভকাজ সুসম্পন্ন হয়েছে। বুধবার সকালে আহ্লাদে আটখানা হয়ে ওই যুগলের প্রতিক্রিয়া,