ভাজক কলা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। (জুন ২০১৫) |
ভাজক কোষ দিয়ে ভাজক টিস্যু (Meristematic tissue) গঠিত হয়৷ এই টিস্যুর কোষগুলো বার বার বিভক্ত হয়, ফলে উদ্ভিদের বৃদ্ধি ঘটে। ভাজক টিস্যু হতেই অন্যান্ন স্হায়ী টিস্যু সৃষ্ট হয়৷
বৈশিষ্ট্য[সম্পাদনা]
- কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন;
- কোষগুলো সাধারনত আয়তাকার বা ডিম্বাকার;
- কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত এবং পাতলা;
- কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় এবং সাইটোপ্লাজম ঘন;
- কোষে সাধারণত কোনো কোষ গহ্বর থাকে না;
- ভাজক কলার কোষগুলোর মাঝে সাধারনত কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না৷