কাদির কল্লোল
বিবিসি বাংলা
বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের তহবিল ঐ প্রতিষ্ঠানেরই একটি সহযোগী সংগঠনের জন্য সরানোর যে অভিযোগ গণমাধ্যমে এসেছে - সেই অভিযোগের ব্যাপারে এখন অর্থ মন্ত্রণালয় গ্রামীণ ব্যাংক এবং নরওয়ে তথ্য সংগ্রহ শুরু করেছে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, তদন্তের টার্মস অব রেফারেন্স বা কার্যপরিধি কি হবে, সেটা নির্ধারণের জন্যই তথ্য সংগ্রহ করা হচ্ছে।
নোবেল বিজয়ী ড: মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকে দাতাদের সহায়তার লক্ষ লক্ষ ডলার সহযোগী অন্য একটি প্রতিষ্ঠানে সরানোর যে অভিযোগ উঠেছে, তা প্রত্যাখান করা হয় ঐ ব্যাংকের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে।
দু’দিন আগে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টিতে কঠোর ভাষায় মন্তব্য করেছিলেন। ঐ অভিযোগের তদন্ত হওয়া উচিত বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছিলেন।
সেই পরিপ্রেক্ষিতেই এখন অর্থ মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, অল্প সময়ের মধ্যে তদন্ত কমিটি বা এক সদস্যের তদন্ত কমিশনও হতে পারে। এর টার্মস অব রেফারেন্স বা কার্যপরিধি প্রকাশ করা হবে ।
গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের তদন্ত হওয়া উচিত বলে প্রধানমন্ত্রী মন্তব্য করার পর একে স্বাগত জানিয়ে ড: মুহাম্মদ ইউনুস এক বিবৃতিতে বলেছিলেন, তদন্ত হলে সত্য বেরিয়ে আসবে।
এদিকে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী দীপু মণি বলেছেন, কারো ব্যক্তি ইমেজের চেয়ে সত্য প্রকাশের বিষয়টি গুরুত্বপূর্ণ। সে কারণে তদন্তের বিষয় আসছে।
© MMX
বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়
কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻